ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বুধবার বিকেলে শাহ মোস্তফা মাজারে মহসিন আলীর দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বুধবার বিকেলে শাহ মোস্তফা মাজারে মহসিন আলীর দাফন

মৌলভীবাজার: আগামী বুধবার বিকেলে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজারে বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর দাফন সম্পন্ন হবে।

এরআগে ওইদিন বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।



সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সার্কিট হাউজে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র জানায়, মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে মহসিন আলীর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। পরদিন বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বিমানযোগে ঢাকা থেকে মৌলভীবাজারে নিয়ে আসা হবে।

মহসিন আলীর ছোট ভাই সৈয়দ সলমান আলী বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মহসিন আলীর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার আগে মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন সৈয়দ মহসিন আলী।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআর

** মহসিন আলীর মৃত্যুতে এমপি খালিদ মাহমুদের শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক
** মহসিন আলীর মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর শোক
** সমাজকল্যাণমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে নৌপরিবহন মন্ত্রীর শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে শাহরিয়ার আলমের শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক
** মহসিন আলীর মৃত্যুতে বাংলাদেশ হিন্দু ঐক্যজোটর শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে ভূমি মন্ত্রীর শোক
** শাহ মোস্তফা মাজারে হতে পারে মন্ত্রী মহসীন আলীর দাফন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।