খুলনা: খুলনার রূপসায় মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানার (কোম্পানি) কর্মকর্তা ফারুক হোসেন মোল্লা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা মো. ইব্রাহিম শেখ ওরফে ইবি (৪২)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমা আক্তারের আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
জবানবন্দি শেষে ইবিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ত ম রোকনুজ্জামানের নেতৃত্বে রূপসা রেল স্টেশন সংলগ্ন রূপসা নদীর পাড়ে গোপনে বৈঠকের সময় তাকে আটক করা হয়।
ত ম রোকনুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রূপসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম শেখ ওরফে ইবিকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রামনগর গ্রামের মিজানুর রহমান খানের বাড়ি থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ফ্রেশ ফুড লিমিটেডের রিসিভ ইনচার্জ ফারুক হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরে বিকেলে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
জেলা ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী জানান, আসামি ইব্রাহিম ওরফে ইবির বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে এসআই মোল্যা লুৎফর রহমান বাদী হয়ে রূপসা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপসা থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ইবিকে ফারুক হত্যা মামলায় গ্রেফতার
দেখানো হয়েছে। আদালতে ১৬৪ ধারার জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
৯ সেপ্টেম্বর রাতে রাড়ি ফেরার পথে রূপসার ফ্রেশ ফুডের রিসিভ ইনচার্জ ফারুক হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমআরএম/এমএ