ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
রাজবাড়ীতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ক সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ে ‘পরিবর্তিত পৃথিবী: স্থায়ীত্বশীল উন্নয়ন এজেন্ডা-২০৩০’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) রাজবাড়ী জেলা কমিটির আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষক-ছাত্র, রাজনীতিবিদ, চিকিৎসক, সমাজসেবী ও  সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।



সুপ্রর জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।

সুপ্রর কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদের সদস্য ও রাজবাড়ী জেলা সম্পাদক শামীমা আক্তার মুনমুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এম এ খালেক, রাজবাড়ী পৌরসভার প্যানের মেয়র মো. আকতার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষিবিদ সাহিদুর রহমান, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফ মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান, জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাউল করিম রিন্টু, সাংবাদিক কাজী তানভীর মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।