ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

প্রাথমিক শিক্ষা অধিদফতরে পদায়ন নিয়ে হাইকোর্টের রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
প্রাথমিক শিক্ষা অধিদফতরে পদায়ন নিয়ে হাইকোর্টের রুল ফাইল ফটো

ঢাকা: ‘প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ বিভিন্ন পদে প্রশাসন ক্যাডারে পদায়ন-কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না’ তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।



একই সঙ্গে অধিদফতরের বিভিন্ন পদে সাধারণ শিক্ষা ক্যাডার থেকে কেন পদায়ন করা হবে না- তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

রোববার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষে অধ্যাপক ড. নেসওয়ার মিয়া এ রিট দায়ের করেন।  

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাইমুম সাদী।

ব্যারিস্টার সাইমুম সাদী বাংলানিউজকে জানান, ২০০৪ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভিন্ন পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্তদের পদায়ন করা হতো। কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও কম্পোজিশন রুলের তোয়াক্কা না করে ওই বছর থেকে এ অধিদফতরে প্রশাসন ক্যাডার থেকে পদায়ন করা হচ্ছিল। যা সম্পূর্ণ বেআইনি।

রিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মোট ১১জনকে বিবাদী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।