দিনাজপুর: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্ত্বপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, মহসিন আলীর মৃত্যুতে দেশ ও জাতি একজন সাহসী সন্তানকে হারালো, যা পূরণ হওয়া সম্ভব নয়।
এদিকে, দিনাজপুরের আরেক সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআর