ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় মিডিয়া সংলাপ বিষয়ে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ভোলায় মিডিয়া সংলাপ বিষয়ে সংবাদ সম্মেলন

ভোলা: ‘ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ’ বিষয়ক সোস্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠানের লক্ষে ভোলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।



এতে ভোলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান সোস্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নাগরিক, ইউডিসি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এতে অংশ নেবেন।

বরিশাল বিভাগের আওতাধীন সব জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সংলাপ প্রচার করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, হাসিনা আক্তার ও আশিকুর রহমানসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।