সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গণপিটুনিতে ওবায়দুল্লাহ (৩৯) ও হযরত আলী (৪২) নামে দুই দস্যুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের উপকূলবর্তী সোরা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ওবায়দুল্লাহ গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের ইয়াকুব আলীর ছেলে এবং হযরত আলী একই গ্রামের ইউনুস সরদারের ছেলে।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বাংলানিউজকে জানান, ওবায়দুল্লাহ ও হযরত আলী দস্যু আমির বাহিনীর সদস্য। রাতে তারা সোরা এলাকায় এলে স্থানীয় জেলে ও বাওয়ালিরা তাদের চিনতে পেরে আটক করে। পরে, সংঘবদ্ধ হয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দস্যুদের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমজেড