মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্তা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাতে কান্তা এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এএটি/পিসি