ঢাকা: দেড় কেজি ওজনের ১২টি স্বর্ণের বারসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় ওই ব্যক্তির নাম মুকেশ কুমার (৩৮)। তিনি এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৪ ফ্লাইটে করে দুবাই থেকে ঢাকায় আসেন।
এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এতে তার কোমড়ের বেল্টের কাছ থেকে ১৩শ’ ৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার ও ৩৩৯ গ্রাম ওজনের একটি আংটি উদ্ধার করা হয়।
কাস্টমস হাউজের সহকারী কমিশনার রায়হানুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসজেএ/আইএ