ফেনী: ফেনীতে ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলিসহ আবুল মনসুর সুজন (৩২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার(১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের রামপুর পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়৷
আবুল মনসুর সবুজ জেলার সোনাগাজী পৌর এলাকার মোহাম্মদ শাহাদাত হোসেনের ছেলে ৷
ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রামপুর পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয় অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পিসি।