ঢাকা: রাজধানীর কল্যাণপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় আবদুর রহিম (৩০) নামে এক পরিবহনকর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাস্তা পার হওয়ার সময় নিউ ভিশন পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হওয়ার পর রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুর রহিম কল্যাণপুরের একটি পরিবহনের কাউন্টারে কাজ করতেন। তিনি দারুসসালামের লাল কুঠি এলাকায় থাকতেন। তার বাবার নাম আবদুল গণি মিয়া।
আবদুর রহিমের ভগ্নিপতি সেলিম বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে কল্যাণপুর বাস স্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী নিউ ভিশন বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তৎক্ষণাৎ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে আবদুর রহিমের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এজেডএস/এইচএ/