মানুষকে বাতাসে ভাসিয়ে রাখতে দেখেছেন কখনো? দেখার কথাও নয়। মানুষ তো আর তুলো নয় যে বাতাসে ভেসে থাকবে! জাদুকরেরা অবশ্য এমনধারা কাজ করে দেখাতেই পারেন---দৃষ্টিবিভ্রম তৈরির মাধ্যমে।
ভিডিওটা দেখুন। নববধূ জিলিয়ান সিপকিন্স তার বর জাস্টিন উইলম্যানকে নিয়ে অতিথিদের সামনে ‘I Put A Spell On You’ গানের সুরে সুরে নাচলেন। কিন্তু যেই না নাচটা শেষ হবার পথে তখনই ঘটলো অবিশ্বাস্য ঘটনাটা---বর জাস্টিন শূন্যে ভাসতে থাকলেন। মানে নববধূ তার বরকে হাতের ইশারায় ভাসিয়ে রাখলেন। ঘটনার আকস্মিকতায় সবার চোখ ছানাবড়া। প্রাথমিক বিস্ময় কাটিয়ে সবাই দিতে থাকলেন সমানে হাততালি!
টেলিগ্রাফ পত্রিকা তাদের রিপোর্টের এক জায়গায় ঘটনার বয়ান তুলে ধরেছে এভাবে: ‘The crowd watching are astounded and begin cheering as the groom seemingly hangs mid-air.’
এই বিস্ময়কর দৃশ্যটির ভিডিওটি বর জাস্টিনই ছাড়েন ইউটিউবে। এ নিয়ে কৌতূহলী লোকজন স্বাভাবিক কারণেই তার কাছে এঘটনার আসল মাজেজাটি জানতে চান। কিন্তু জাস্টিন এ-ব্যাপারে স্পিকটি নট। তিনি শুধু এটুকু বলেছেন, নাচের শেষদিকটায় তারা যা করেছেন তা কিছুটা ম্যাজিক আর শারীরিক কসরতের মিশেল: "Our big move at the end was accomplished with a mix of magic and a few thousand sit-ups," he told the magazine.’’
তারা নিজেরাও ভাবতে পারেননি যে তাদের এই কাজ লোককে এতোটা আনন্দ দেবে। বিয়ের আগে থেকেই নাকি তারা প্রতিদিন নিয়ম করে ঘণ্টাকয় অনুশীলন করতেন। আর বিয়ের দিন অনুশীলনের সুফল তারা পেলেন। নইলে কি আর তারা রাতারাতি বনে গেছেন সেলিব্রেটি!
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জেএম