ঢাকা: শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যয় বেড়ে যাবে বিধায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজকে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এনবিআর’র চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়, যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে উচ্চশিক্ষা নিতে সাধারণত অতিরিক্ত ব্যয় হয় এবং প্রতিষ্ঠানগুলোর সেবার ওপর ভ্যাট আরোপ করলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যয় আরও বেশি বাড়বে; সেহেতু এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ আদেশ ৪ জুন থেকে কার্যকর বলেও জানানো হয়।
এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভ্যাটের সিদ্ধান্ত থেকে পিছু হটে বিকেলে অর্থ মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষাঙ্গনে কোনো প্রতিবন্ধকতা ও জনজীবনে অসুবিধা সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি সরকার কখনোই চায় না। সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ২০১৫-১৬ অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর যে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ’
চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ করে গত ৪ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদেশ জারি করে। এরপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘নো ভ্যাট অন এডুকেশন’ স্লোগানে গত বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাঝে দু’দিন বিরতি দিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) ও সোমবার (১৪ সেপ্টেম্বর) ফের রাজপথ অবরোধ করে দাবির পক্ষে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। এর ফলে গোটা রাজধানীতে কার্যত অচলাবস্থার সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।
ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
ভ্যাট প্রত্যাহারের সরকারি ঘোষণার পর পরই অবরোধ তুলে নেন আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এডিএ/এইচএ/