ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

জৈন্তাপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জৈন্তাপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সিলেট: সিলেটের জৈন্তাপুরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।



সোমবার (১৪ সেপ্টম্বর) রাত ৮টায় উপজেলার হরিপুর বাজারে এ সংঘর্ষ শুরু হয়। তারপর থেকে দফায় দফায় চলে আসা সংঘর্ষ রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তৎক্ষণাৎ আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি।
 
স্থানীয় সূত্র জানায়, এদিন বিকেলে হরিপুর বাজারে একটি দোকানে জুতা ক্রয় নিয়ে দোকানী ও ক্রেতাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে রাত ৮টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া ও হেমু মাঝপাড়া গ্রামের লোকজন  দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এসময় বাজারে দোকান-পাট ভাঙচুর ও ‍লুটপাটের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। সংঘর্ষ চলাকালে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থল থেকে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, আহতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কমপক্ষে ১০ জনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির ঘটনাস্থল থেকে বাংলানিউজকে বলেন, রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হতাহতের সংখ্যা জানা নেই।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০-১২ রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে বলেও জানান তিনি।

রাত ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশি হস্তক্ষেপ ও বৃষ্টির কারণে সংঘর্ষ থামলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫/আপডেট ০৪৩০ ঘণ্টা
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।