ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে আত্মীয়ের দে্ওয়া জুস পানে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
নোয়াখালীতে আত্মীয়ের দে্ওয়া জুস পানে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বোতলজাত জুসের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের পাঁচ জনকে অজ্ঞান করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এদের মধ্যে মো. শাহজাহান (৬৫) নামে এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় আরও চার জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামে তোতার বাজার সংলগ্ন বেড়িবাঁধের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। জুস খাইয়ে মালামাল লুট করা ‍দুর্বৃত্তরা শাহজাহানের আত্মীয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়। তিনি মধ্য চরবাটা গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

জুস খেয়ে অসুস্থ চারজন হলেন- নূর নবীর অন্তঃসত্ত্বা স্ত্রী জোসনা বেগম (৩০), সেফালীর মেয়ে শারমিন আক্তার (১৪), মো. রফিকের ছেলে মো. রাসেল (৮), মো. কামালের মেয়ে মনি (৭)।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, রোববার দিনগত রাতে শাহজাহানের শ্যালকের ছেলে মহি উদ্দিন তিন বন্ধুকে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসেন। কিছুক্ষণ পর তারা স্থানীয় তোতার বাজার থেকে বোতলজাত জুস নিয়ে আসেন এবং পরিবারের সবাইকে পান করতে দেন।

জুস পানের কিছুক্ষণের মধ্যে তারা সবাই অজ্ঞান হলে মহি উদ্দিন ও তার বন্ধুরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে রাতেই পালিয়ে যান।

সোমবার সকাল থেকে প্রতিবেশীরা ওই পরিবারের লোকজনের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে সবাইকে অজ্ঞান অবস্থায় দেখেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক জসিম উদ্দিনকে নিয়ে এলে তিনি নিজেই চিকিৎসা দিতে থাকেন।

দুপুর আড়াইটার দিকে শাহজাহানের অবস্থার অবনতি দেখা দিলে স্থানীয়রা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সবশেষে রাত ৮টার দিকে চরজব্বর থানা পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ অন্য চার জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।