ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
গৌরনদীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

বরিশাল: বরিশালের গৌরনদীতে মহাসড়কে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জয়নাল মাতুব্বর (৪৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গৌরনদী উপজেলা সদরে দক্ষিণ বিজয়পুরে বরিশাল-ঢাকা মহাসড়কে তাকে গ্রেফতার করা হয়।



জয়নাল মাতুব্বর (৪৫) মাদারীপুরের ঘটকচরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ১৮টি মামলা রয়েছে। অভিযানে জয়নালকে বহনকারী কাগজপত্রবিহীন ভাড়ায়চালিত মোটরসাইকেল ও এর চালক ঘটকচরের কলাগাছিয়া গ্রামের মন্টু মন্ডলকেও (২৭) আটক করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর মেজর বাশার বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে ৠাবের একটি দল ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সমেত জয়নাল মাতুব্বরকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মি.মি. পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি জানান, জয়নাল মাতুব্ব মাদারীপুরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ওই এলাকায় বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। অভিযানে কাগজপত্রবিহীন ভাড়ায়চালিত মটরসাইকেল ও এর চালক মন্টু মন্ডলকেও আটক করা হয়েছে।

এ ঘটনায় জয়নাল মাতুব্বরের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং কাগজপত্র না দেখাতে পারায় মন্টু মন্ডলের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হবে বলে জানান র‌্যাব-৮ এর এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।