ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হাসপাতালে তিন প্রতারকের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মেহেরপুরে হাসপাতালে তিন প্রতারকের অর্থদণ্ড

মেহেরপুর: মেহেরপুরে জেনারেল হাসপাতালে অসহায় দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তিনজনকে আড়াই হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান হাসপাতাল চত্বরে আদালত বসিয়ে এ জরিমানা করেন।



প্রতারক চক্রের তিন সদস্যের মধ্যে মাসুদ রানা ও নুরুল ইসলামকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে মাসুদ সদর উপজেলার পূর্ব মদনাডাঙ্গা গ্রামের তছিম হোসেনের ছেলে। আর নুরুল একই উপজেলার আমদহ গ্রামের নজরুল ইসলামের ছেলে। এছাড়া, জেলা শহরের চক্রপাড়া এলাকার মহর আলীর ছেলে সানোয়ার হোসেনকে করা হয়েছে পাঁচ’শ টাকা জরিমানা।

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বাংলানিউজকে জানান, সোমবার সকালে জেনারেল হাসপাতাল চত্বরে সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অর্জুন সরকার ও এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

এ সময় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান তাদের বিরুদ্ধে জরিমানার আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।