ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
রাজধানীতে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: নিখোঁজ হওয়ার ৫ দিন পর রাজধানীর দক্ষিণখান এলাকার বাসিন্দা জালাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে দক্ষিণখানের পাশে তুরাগ থানাধীন ষোলহাটি ব্রিজের কাশবন থেকে তার মৃতদেহ  উদ্ধার করা হয়।



তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিবার থেকে জানা গেছে, তিনি গত ১০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এজেডএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।