ঢাকা: নিখোঁজ হওয়ার ৫ দিন পর রাজধানীর দক্ষিণখান এলাকার বাসিন্দা জালাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে দক্ষিণখানের পাশে তুরাগ থানাধীন ষোলহাটি ব্রিজের কাশবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিবার থেকে জানা গেছে, তিনি গত ১০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এজেডএস/এসআর