ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর: স্ত্রী ফরিদা বেগমকে (২৬) হত্যার দায়ে স্বামী মো. শহীদুল ইসলাম ফকিরকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।



সোমবার (১৪ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় শহীদুল আদালতে উপস্থিত ছিলেন।
 
দণ্ডপ্রাপ্ত মো. শহীদুল ইসলাম ফকির ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের মৃত মোকসেদ ফকিরের ছেলে।
 
আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ ডিসেম্বর রাত ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ ফরিদা বেগমকে স্বামী শহীদুলের বাড়ির পাশে একটি পেয়ারা গাছে হাত-পা বেধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

পরদিন নিহত ফরিদার ভাই শ্যামসুন্দর গ্রামের মো. শহীদ ঠাকুর বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয় স্বামী শহীদুলসহ ওই একই এলাকার মুন্নু খাঁ (৪৬), নিমাই কুমার দত্ত (৩৫) ও সুমন ফকিরকে (২১)।

ফরিদপুর জজ কোর্টের পিপি খসরুজ্জামান বলেন, বাকি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।