ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে চিকিৎসা করাতে এসে স্বামীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
স্ত্রীকে চিকিৎসা করাতে এসে স্বামীর মৃত্যু

ঢাকা: স্ত্রীকে চিকিৎসা করাতে এসে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের দোতলার বারান্দা থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হক (৪৫) পাবনা জেলার সুজানগর থানার চরপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির চাচাতো ভাই হারুন শেখ বাংলানিউজকে জানান, আব্দুল হকের স্ত্রী হামিদা বেগম কয়েকদিন ধরে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ত্রীর দেখাশোনা করতে আব্দুল হকও হাসপাতালেই অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে হাসপাতালের দোতলার বারান্দার গ্রিলের ওপর বসা অবস্থায় শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, দোতলা থেকে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল হকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২১০৫
এজেডএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।