রাজশাহী: জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পিছু হটলেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের উপর নানা হয়রানির অভিযোগ তুলে শনিবার (১৯ সেপ্টম্বর) দোকান-পাট বন্ধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ীরা প্রায় এক ঘণ্টা দোকান-পাঠ বন্ধ রাখেন। এক পর্যায়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার তাহেরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিনি সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের ১২ হাজার ২শ টাকা জরিমানা করেন।
এর মধ্যে বাজারের সাইকেল মেকার জালাল উদ্দিনের কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করেন রাস্তার পাশে দোকান দেওয়ার জন্য। এছাড়াও আবদুল গফুরের মিষ্টির দোকানে ৫ হাজার, আবদুর রাজ্জাকের পান-সিগারের দোকানে ১ হাজার টাকা, অনিল কুমারের ফলের দোকানে ৩ হাজার টাকা, খলিলের ফুটপাতের কাপড়ের দোকানের ৫০০ টাকা জরিমানা করেন তিনি।
এভাবে বাজারে একের পর এক জরিমানা করায় অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো মুহূর্তের মধ্যে বন্ধ করে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করে। তারা বাজারের পেঁয়াজহাটা থেকে মিছিল বের করে হরিতলা মোড়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘিরে ফেলে।
পরে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে তিনি সেখান থেকে চলে যান। ব্যবসায়ীরা বাজারে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল করে ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানির প্রতিবাদে স্লোগান দেন।
তাহেরপুর বাজারের ব্যবসায়ী খলিলুর রহমান জানান, ঈদের আগে ভ্রাম্যমাণ আদালতের নামে বাজারের ক্ষুদে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছিল। ব্যবসায়ীদের কোনো কথা না শুনে গণহারে জরিমানা আদায় শুরু করলে ব্যবসায়ীরা প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ব্যবসায়ীরা বিক্ষোভে নামেন।
তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ বলেন, ইউএনও বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে গণহারে জরিমানা আদায় শুরু করলে ব্যবসায়ীরা প্রতিহত করেন। তাদের বিক্ষোভের মুখে ভ্রাম্যাণ আদালতের ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম আদালতের কার্যক্রম গুটিয়ে নিয়ে চলে যান।
তবে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, বিধি মোতাবেক জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে তিনি কার্যক্রম বন্ধ করে চলে যাননি দাবি করেন তিনি।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে তাহেরপুর বাজারে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পরে স্থানীয় ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান খোলেন বলে জানান বাগমারা থানার ওসি।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসএস/বিএস