ঢাকা: ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির উদ্যোগে রাজধানী ঢাকার চারপাশে প্রাচীন স্থাপত্য ও নদ-নদী পরিদর্শন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সদরঘাটের বাদামতলীতে বিআইডব্লিউটিসি’র (অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন) ঘাটে ঢাকার চারপাশের প্রাচীন স্থাপত্য ও নদ-নদী পরিদর্শন কর্মসূচির উদ্বোধন করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
![](files/September2015/September19/badamtoli_111_198179734.jpg)
উদ্বোধনের পর বাদামতলী ঘাট থেকে ওয়াটার বাসে এ পরিদর্শন কর্মসূচি শুরু হয়। অর্ধশতাধিক গবেষক, স্থপতি, শিল্পী, সংস্কৃতি ও পরিবেশকর্মী, সাংবাদিক এবং আলোকচিত্রী এ কর্মসূচিতে অংশ নেন। দুপুর ২টা নাগাদ ওয়াটার বাসটি নারায়ণগঞ্জ নৌ-বন্দরে পৌঁছায়।
যাত্রাপথে নদী তীরবর্তী ঢাকার প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য পাগলাপুল ও মন্দির, ইদ্রাকপুর দুর্গ, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গ, বিবি মরিয়ম মাজার-মসজিদ কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাচীন স্থাপত্য সরেজমিন পরিদর্শনের কথা ছিলো। তবে সময় স্বল্পতার কারণে সোনাকান্দা দুর্গ ও কদম রসুল দরগাহ পরিদর্শন করা সম্ভব হয়নি।
![](files/September2015/September19/badamtoli_6_469070365.jpg)
বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদী এলাকা পরিদর্শন শেষে পুনরায় বাদামতলী ঘাটে এসে শেষ হওয়ার কথা ছিলো কর্মসূচি। এর মধ্যে বালুর ইছাপুরা ব্রিজ নিচু হওয়ায় ওয়াটার বাসটি আটকে যায়। ফলে টঙ্গীখাল ও তুরাগ হয়ে বাদামতলীর অবশিষ্ট কর্মসূচি স্থগিত করা হয়।
রাজধানী ঢাকার প্রাচীন স্থাপত্য নিয়ে গ্রন্থ ও প্রতিবেদন তৈরি এবং প্রকাশের কাজ করছে স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত হচ্ছে প্রাচীন স্থাপত্য গ্রন্থনার কাজটি।
![](files/September2015/September19/badamtoli_8_329108708.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ড. আবু সাইদ এম আহমেদ, সাংবাদিক মুরশেদ আলী খান, মাহমুদা চৌধুরী, মুন্নী সাহা, তরুণ সরকার, রাজিব নূর, ফারজানা রূপা, শামীমা বিনতে রহমান, বোরহানুল হক সম্রাট, শরিফ উদ্দিন সবুজ, হৈমন্তী শাহনাজ চৌধুরী, শিল্পী শাহিনূর রহমান, স্থপতি সাজ্জাদুর রাশেদ, চিত্রশিল্পী ইসরাত জাহান, শরিফ আল মাসুদুর রহমান, সংস্কৃতিকর্মী কবির হোসেন তাপস প্রমুখ।
![](files/September2015/September19/badamtoli_2_121677853.jpg)
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫, আপডেট ১৯৪৬
আইএ/জেডএম
** ‘ঐতিহ্য রক্ষায় নদী দখলমুক্ত করতে হবে’
** ঢাকার প্রাচীন স্থাপত্য ও নদ-নদী পরিদর্শনে গ্রন্থ প্রণয়ন কমিটি
** ঢাকার বৃত্তাকার নৌপথে প্রাচীন স্থাপত্য ও নদনদী পরিদর্শন শনিবার