ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ ১৮ জেলার উপর দিয়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি ও ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
এদিকে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্রবন্দরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত বজায় রয়েছে।
এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
![](files/Cox_INNER_867836781.jpg)
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রোববার সকাল থেকে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে এ ঝড়ো-হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকাকে ১নং দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআর
** শতশত ট্রলার গভীর সমুদ্রে আটকা পড়েছে