বরিশাল: মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল অঞ্চলের পরীক্ষার্থীরা।
আন্দোলনরত সচেতন শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের রোডে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেন তারা।
এ সময় তারা ‘টাকার বিনিময়ে নয়, মেধার বিনিময়ে’ ভর্তির সুযোগ চেয়ে ফাঁস হওয়া প্রশ্নপত্রের পরীক্ষা অবিলম্বে বাতিলের দাবি জানান। এছাড়া প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ড. মনিষা চক্রবর্তী, পরীক্ষার্থী মো. শাহবাজ নিও শুভ, শফিক সরকার, শাহরিয়াজ শাহিন, ফারজানা প্রমুখ।
পরে পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআর