ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

আয়কর মেলা-২০১৫

বৈরি আবহাওয়ায়ও করদাতাদের ভিড়

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বৈরি আবহাওয়ায়ও করদাতাদের ভিড় ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৈরি আবহাওয়া উপেক্ষা করেও জাতীয় আয়কর মেলায় ভিড় করছেন করদাতা ও সেবাগ্রহীতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে।


 
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় আয়কর মেলার ৫ম দিন। রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সপ্তাহব্যাপী (১৬-২২ সেপ্টেম্বর) মেলা চলছে।
 
বৃষ্টিতে ভিজে একাকার যাত্রাবাড়ী থেকে আয়কর বিবরণী জমা দিতে আসা তানভীর হায়দার। কর বিবরণী জমা দিয়ে চট্টগ্রামে যাবেন ব্যবসায়িক কাজে।
 
তানভীর বলেন, প্রতি বছর মেলায় কর বিবরণী জমা দেই। এবার মেলার শেষদিন (মঙ্গলবার) জমা দেওয়ার কথা ছিল। কিন্তু চট্টগ্রামে যাবো বলে আজকেই এলাম।
 
বৃষ্টিতে ভিজে হলেও মেলায় কোনো হয়রানি ছাড়াই সেবা পেয়ে খুশি তিনি। জানালেন, গত বছরের চেয়ে এবার সেবার মান অত্যন্ত ভালো।
 
আয়কর বিবরণী জমা দিয়ে অফিসে যাবেন ভেবে সকালেই মেলার উদ্দেশ্যে বের হন একটি ওষুধ কোম্পানির ম্যানেজার স্বপন কুমার। কিন্তু ভিজে একাকার।
 
ভিজে অফিসে না যেতে পারলেও কর বিবরণী জমা দিতে পেরে আর সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন স্বপন কুমার। জানালেন, ভেবেছি বৃষ্টির মধ্যে সেবা বন্ধ থাকবে কিনা।
 
সেবা নিয়ে অভিযোগের সুরে বলেন, কর অঞ্চলে গেলেই যেন হয়রানি। একটি কর বিবরণী জমা দিতেই ঘুষ দিতে হয়েছে। অথচ মেলায় কতো সেবা।
 
এনবিআরের প্রতি পরামর্শ ও প্রশ্ন রেখে বলেন, আমরা কর দিতে চাই। মেলায় সেবা দিতে পারলে সারা বছর কর অঞ্চলে নয় কেন?
 
মেলায় দায়িত্বরত কর অঞ্চল-১২ এর একজন সহকারী কর কমিশনার বাংলানিউজকে বলেন, বৈরি আবহাওয়া হলেও মেলা শেষ হয়ে যাচ্ছে বলে মানুষের ভিড় বাড়ছে।
 
তিনি বলেন, গত কয়েক বছরের চেয়ে এবার মেলায় কর বিবরণী জমা ও সেবাগ্রহীর পরিমাণ বেড়েছে। বৈরি আবহাওয়া হলেও সেবার কমতি হবে না।
 
তানভীর আর স্বপন কুমারের মতো অনেক করদাতা কর বিবরণী জমা ও সেবা নিতে বৈরি আবহাওয়া উপেক্ষা করেও মেলায় ভিড় করছেন।
 
অনেকে পায়ে হেঁটে, রিকশায় করে ভিজে মেলায় এসেছেন। তবে আবহাওয়া ভালো থাকলে বিকেল নাগাদ আরও বেশি ভিড় হবে। শেষ সময়ে কর দিতে আসছেন বেশিরভাগ ব্যবসায়ীরাই।
 
মেলায় আসা বেশিরভাগ করদাতাই জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে মেলায় আমরা কর দিতে পারছি। এ সেবার মান সারা বছর এনবিআরকে ধরে রাখতে হবে।
 
জাতীয় আয়কর মেলার চতুর্থ দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সারাদেশে ১ হাজার ৯৬ কোটি ৬১ লাখ টাকার আয়কর আদায় হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরইউ/এএসআর

** রোভার সদস্যদের সেবায় মুগ্ধ করদাতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।