ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

এখনই তেলের দাম কমছে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এখনই তেলের দাম কমছে না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম আছে, এটা ঠিক। আমরাও তেলের দাম কমাতে চাই।

কিন্তু তেলের দাম হঠাৎ করে এখনই কমানো হবে না।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি সম্পর্ক বিভাগে মন্ত্রীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বিশ্বব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন। এ সময় তার সঙ্গে অর্থমন্ত্রীর বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

তেলের দাম কমার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তারা (বিশ্বব্যাংক) তেলের  মূল্যের সামঞ্জস্য চেয়েছে। তেলের দাম আমরাও কমাতে চাই, তবে হঠাৎ করে কমবে না।

এনার্জি খাতের কারণে বাজেট সাপোর্ট আটকে আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তারা (বিশ্বব্যাংক) পলিসি সাজেস্ট করেছিলো, আমরা তা পূরণ করতে পারিনি।

অ্যানেট ডিক্সনের সঙ্গে বাজেট সাপোর্ট নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।

নতুন উন্নয়ন পরিকল্পনার বিষয়ে মুহিত বলেন, ‘আমাদের সিক্স-ফাইভ এয়ার প্ল্যানের কাজ শেষ হয়েছে। আইডা প্লাস নিয়ে আলোচনা হবে। এতে সার্ভিস চার্জ একটু বেশি হলেও আমাদের জন্য ভালো হবে। ’

সার্বিক বিষয়ে মন্ত্রী বলেন, আমরা সব খাতেই ভালো করছি। তবে যেখানে অবস্থা খারাপ, সেখানে ভালো করাটা অনেক কষ্টকর।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫ (আপডেট: ১৫১৮ ঘণ্টা)
এমআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।