ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দরিদ্রদের আইনি সহায়তা দিতে সভা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
রূপগঞ্জে দরিদ্রদের আইনি সহায়তা দিতে সভা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীকে আইনি সহায়তা দিতে ‍মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে এ মুক্ত আলোচনার আয়োজন করা হয়।



জাতীয় আইনগত সহায়তা সংস্থা উপজেলা লিগ্যাল এইড কমিটি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস) এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হুমায়রা তাসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, ইউপি চেয়ারম্যান বরকত উল্লাহ, অ্যাড. গোলজার হোসেন, নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, আরিফুল হক ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মাহবুবা আক্তার, বেইস এর উপপরিচালক রবিউল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।