ঢাকা: আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে মহাসড়ক দিয়ে আসা গরুবাহী ট্রাক থেকে পুলিশের চাঁদা নেওয়ার নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মোখলেসুর রহমান।
রোববার (২০ সেপ্টম্বর) দুপুরে পুলিশ সদর দফতরে ঈদ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় চাঁদাবাজ পুলিশ সদস্যদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতার আহ্বান জানান মোখলেসুর রহমান।
এক প্রশ্নের জবাবে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক বলেন, পুলিশের বিরুদ্ধে চাঁদবাজির অভিযোগ আমরা একেবারে বরদাস্ত করি না, করা হবেও না। দু’একজন পুলিশ সদস্যের জন্য পুরো পুলিশ বাহিনীকে কলঙ্কিত বা অপমানিত করা যাবে না।
‘যদি কোনো পুলিশ সদস্যের বিষয়ে চাঁদা নেওয়ার নির্দিষ্ট অভিযোগ থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক বরখাস্ত ছাড়াও বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত আইনে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে,’ বলেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্য করে ভারপ্রাপ্ত আইজিপি বলেন, আমরা আপনাদের বন্ধুত্বপূর্ণ হাতের প্রসারণ চাই। আপনাদের চোখে আমাদের কাজ-কর্মের কোনো ক্রটি ধরা পড়লে তা অবশ্যই তা জানাবেন।
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা পুলিশ সদস্যদের অবহেলায় ঘটে উল্লেখ করে মোখলেসুর রহমান বলেন, পুলিশের এ ধরনের কর্মকাণ্ড নজরদারি করতে ইন্টেলিজেন্স ও ফিল্ড কমান্ডাররা নিয়োজিত রয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫, আপডেট: ১৮২০ ঘণ্টা
এনএইচএফ/জেডএস/এমএ