ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে তেলবাহী লরি-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আশুগঞ্জে তেলবাহী লরি-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২ ছবি : প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
 
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর রাজমিন হাইওয়ে হোটেল সংলগ্ন এলাকায় তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন-সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও জাবেদ আলী (৬৫)। আহতরা হলেন- আলী হোসেন, ময়দর আলী ও আবু তাহের।

তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবার বাড়ি একই এলাকার পাকশিমুল ইউনিয়নে।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আনোয়ার হোসেন ও জাবেদ আলীর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।