ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ কেজি গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ কেজি গাঁজা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: খালি সিমেন্টের বস্তায় ভরে নৌপথে পাচার করার সময় ৯০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
 
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার নাওঘাট সংলগ্ন তিতাস নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
আটক ব্যক্তিরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের আবু মিয়া (৫০), একই গ্রামের মামুন মিয়া (৩৫), এরশাদ মিয়া (৩২) ও মিলন মিয়া (২৭)।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ জানান, পাচারকারীরা নদীপথে বড় স্টিলের নৌকায় করে সিমেন্টের বস্তায় ভরে গাঁজা পাচার করছিলেন। খবর পেয়ে আনন্দ বাজার নাওঘাট সংলগ্ন তিতাস নদীতে অভিযান চালিয়ে আট বস্তা (৯০ কেজি) গাঁজাসহ ওই চারজনকে আটক করা হয়।  
এসব গাঁজা জেলার নবীনগর উপজেলা সদরে পাচার করা হচ্ছিল বলে জানান তিনি।

দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।