সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) চাল বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে খাদের পানিতে ডুবে নষ্ট হয়ে যায় ট্রাকে থাকা ১০ টন টাল।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের শাহানগাছা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফাত জাহান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজগঞ্জ এলএসডি গোডাউন থেকে রতনকান্দি ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ১০ টন চাল ওই ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
পথে শাহানগাছা ব্রিজের পাশে বিকল্প পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ট্রাকের ১০ টন চাল পানিতে পড়ে নষ্ট হয়ে যায়।
খাদে পড়া ট্রাকটি ও ট্রাকে থাকা অবশিষ্ট চাল উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআর