ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে ট্রলার ডুবিতে ৭ জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
সাগরে ট্রলার ডুবিতে ৭ জেলে নিখোঁজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরসহ গোটা উপকূলে ৩ নম্বর সর্তক সংকেত জারি করা হয়েছে।



এদিকে রোববার দুপুর ১টার দিকে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে দু’টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ৭ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বাংলানিউজকে জানান, দুপুর ১টার দিকে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে সমুদ্রে যাওয়া এফবি ইমরান ও হাসিনা-সামিয়া নামে দু’টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত জেলে নিখোঁজ রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।

এদিকে কলাপাড়া রাডার স্টেশনের সিনিয়র অফিসার প্রদীপ কুমার বাংলানিউজকে জানান, দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরসহ গোটা উপকূলে তিন নম্বর সর্তক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আশা পর্যন্ত সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

অপরদিকে বৈরি আবহাওয়ার কারণে সমুদ্র সৈকত কুয়াকাটা পর্যটক শূন্য হয়ে পড়েছে। শনিবার থেকে রোববার দুপুর দেড়টা পর্যন্ত এ দৃশ্য দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।