ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

১১তম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
১১তম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের কর্মসূচি

ঢাকা: ঘোষিত অষ্টম জাতীয় পে-স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে (১২,৫০০টাকা) নির্ধারণ করাসহ ৬ দফা দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন। দাবি না মানা হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।



রোববার (২০ সেপ্টম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সহকারী প্রাথমিক শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্য যেসব দাবি তুলে ধরা হয় সেগুলো হলো- সরাসির প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে নিয়োগ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য নূন্যতম স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা, সব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা এবং নন-ভকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা করে প্রাথমিক শিক্ষকদের জন্য অর্জিত ছুটির বিধান করা।
 
এসব দাবি আদায়ে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৯ থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি ছাড়াও ২২ সেপ্টেম্বর সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এছাড়া সংবাদ সম্মেলেন ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।    

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।