খুলনা: বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে খুলনায় টানা ভারী বর্ষণ হচ্ছে। এ কারণে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন নগরীর নিম্নাঞ্চলের লাখো মানুষ।
ভারী বৃষ্টিপাতের কারণে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা মহানগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তলিয়ে যায় নগরীর বিভিন্ন রাস্তাঘাট, স্কুল-কলেজ ও বসতবাড়ি।
পানির কারণে শহরের অধিকাংশ সড়ক দিয়ে পথচারীরা স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না। অনেক স্থানে হালকা যানবাহন আটকা পড়ছে। অধিকাংশ বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে বস্তি ও নিচু এলাকার ঘরবাড়িতে পানি উঠে যায়।
![](files/Khulna_Rain01_765327796.jpg)
ভারী বর্ষণের ফলে ভয়াবহ জলাবদ্ধতায় নগরীর রয়েল মোড়, শান্তিধাম মোড়, পিটিআই মোড়, বাইতিপাড়া, মডার্ন মোড়, মতলেবের মোড়, নিরালা, শামসুর রহমান রোড, লবণচরা বান্দা বাজার, পশ্চিম রূপসা, খালিশপুর, দৌলতপুরে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সরেজমিনে ঘুরে এসব এলাকায় দেখা গেছে, পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ অনেক স্থানে প্রায় বন্ধ হওয়ার উপক্রম। নিম্নাঞ্চলের বস্তি ঘরগুলোতে হাঁটু পানি। এসব এলাকার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীতে যানবাহন ও লোকজনের চলাচলও কমে গেছে।
থেমে থেমে দুপুর দেড়টা পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে নগরীর রাস্তাজুড়ে দেখা দেয় প্রচণ্ড জলযটও।
![](files/Khulna_Rain02_893045411.jpg)
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র কর্মকর্তা আমিরুল আজাদ বাংলানিউজকে জানান, সাগরের লঘুচাপের প্রভাবে গভীর মেঘমালার সৃষ্টি হয়েছে। এ কারণে রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত টানা বর্ষণ হচ্ছে।
তিনি জানান, বৃষ্টি আরও দুই-তিন দিন থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমআরএম/এইচএ