ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাপায় এক অটোভ্যান যাত্রী নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম আকলিমা বেগম (৩০)।
ভাঙ্গা-মাওয়া মহাসড়কের উপজেলার মালিগ্রাম নামক স্থানে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই শহীদ জানান, একটি অটোভ্যান যোগে তিন যাত্রী তারাইল থেকে ভাঙ্গা যাওয়ার পথে মাওয়া থেকে ভাঙ্গাগামী একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আকলিমা বেগম।
গুরুতর আহত অবস্থায় অটোভ্যানের অপর যাত্রী মহিউদ্দিন হাওলাদারকে (২৭) ভাঙ্গা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। চালকসহ ট্রাকটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএসআর