পার্বতীপুর(দিনাজপুর): বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মি. গ্রে (Mr. Greg Wilcock) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ঝাড়ুয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মি. গ্রে স্কুল ফিডিং প্রোগ্রাম পরিদর্শন করতে ঝাড়ুয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন।
এ সময় তার সঙ্গে ছিলেন-অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার (ডিএফএটি) মিসেস রোমেনা পারভিন, বিশ্ব খাদ্য সংস্থার (ডাব্লিউএফপি) ডিপুটি কান্ট্রি ডাইরেকটর Ms. Claire Conan, রেজাউল করিম (Head of Programme Planning and Implementation Suport-PPIS), রংপুর সাব অফিস প্রধান হাফিজা খানম, বেসরকারি সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক শহীদ উজ জামান, স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প পরিচালক বাবলু কুমার সাহা, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোমেস চন্দ্র মজুমদার, পার্বতীপুর উপজেলা প্রাথমিক কর্মকর্তা আখতারুল ইসলাম প্রমুখ।
অস্ট্রেলিয়ান হাইকমিশনার স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ করেন। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সেখানে তিনি অবস্থান করেন।
সারাদেশে প্রাথমিক বিদ্যালয় সমুহের স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় অস্ট্রেলিয়া বিশ্ব খাদ্য সংস্থা ও বাংলাদেশ সরকার যৌথভাবে কোমলমতি শিক্ষর্থীদের মাঝে টিফিন হিসেবে বিস্কুট বিতরণ করে আসছে। এই কর্মসূচির আওতায় তারা ঝাড়ুয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএ/