নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার চেউখালী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠিরা।
রোববার(২০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়-এই স্লোগান নিয়ে বিদ্যালয় চত্বরে হাতে হাত রেখে মানববন্ধন করে সহপাঠি রিনা খাতুনের বিয়ে বন্ধের দাবি জানায় তারা।
স্থানীয়রা জানান, নলডাঙা উপজেলার মাধনগর কাজীপাড়া গ্রামের আকরাম হোসেনের মেয়ে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিনা খাতুনের বিয়ে ঠিক হয় পাশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার জয়সারা গ্রামের পাকুর প্রামাণিকের ছেলে উম্মত আলীর সঙ্গে। তবে তখনো বিয়ের দিন তারিখ ধার্য হয়নি।
এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা রিনার বিয়ে বন্ধের জন্য এলাকার জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আকতার জাহান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএটি/আরএ