ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ৫০ ট্রলারসহ ২০ জেলে নিখোঁজ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বঙ্গোপসাগরে ৫০ ট্রলারসহ ২০ জেলে নিখোঁজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

পাথরঘাটা(বরগুনা): সৃষ্ট লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ে প্রায় ৫০টি ট্রলারসহ ২০ জেলে নিখোঁজ রয়েছেন।

এবিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা।



তিনি জানান, রাত থেকেই গভীর সমুদ্র উত্তাল ছিল। ভোরে পাথরঘাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে কটকা ও কচিখালী পয়েন্টে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো হাওয়ায় ট্রলার ডোবার খবর পাওয়া যায়। তীরে ফিরতে পারেনি অন্তত ৫০টি মাছ ধরার ট্রলারসহ ২০ জেলে। তারা এখন কোথায় কীভাবে রয়েছেন, তাও জানা যাচ্ছে না।

নিখোঁজদের মধ্যে রয়েছেন এফবি খানজাহান আলী ট্রলারের আবদুল কুদ্দুস, সাইদুল ও শাহিন এবং এফবি আবদুল্লাহ ট্রলারের মাঝি এমাদুল হক। তাদের মধ্যে এমাদুল হকের বাড়ি পিরোজপুরের চরখালী এলাকায় বাকি ৩জনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে এপর্যন্ত এফবি সোনাই, আল্লাহর দান ও এফবি মান্নানের নাম পাওয়া গেছে।

পাথরঘাটা উপজেলা মাঝি সমিতির সভাপতি সিদ্দিক মাঝি বাংলানিউজকে বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি বলেন, যেভাবে আমাদের কাছে খবর আসছে, তাতে অনেক ট্রলার ডুবি ও হতাহতের আশঙ্কা করছি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।