ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় নেহেদ আলী মালিতা (৩৫) নামে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া শহরের নুরউদ্দিন আহম্মেদ রোডের হরিশংকরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- শৈলকুপা পৌর এলাকার খালকুলা গ্রামের দেলবার শেখের ছেলে সুমন ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বনচাকি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আকবর হোসেন।
পুলিশ জানায়, শনিবার সকালে শৈলকুপা উপজেলার কাচেরকোল গ্রামের একটি ধানখেত থেকে অটোরিকশা চালক নেহেদ আলীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে করা হয়।
ওসি এম এ হাসেম বলেন, নেহেদ আলী হত্যার ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযানে নামে। একপর্যায়ে শনিবার রাতে কুষ্টিয়া শহরের নুরউদ্দিন আহম্মেদ রোডের হরিশংকরপুর থেকে সুমন ও আকবর হোসেনকে আটক করা হয়।
তারা অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য নেহেদ আলীকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়া, তাদের স্বীকারোক্তি অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহত নেহেদ আলীর স্ত্রী আনজু বেগম একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমজেড