ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ইসতিয়াক নাঈম, সারোয়ার জাহান, ইফতেখার আহাম্মেদ, জেনি ও মাসুদসহ অন্যরা বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষার আগের দিন রাত ১টা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফেসবুকে ‘আপলোড’ হয়েছে। সেই প্রশ্নপত্রেই পরের দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাই এমন পরীক্ষা বাতিলের জন্য তারা সরকারের কাছে জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।