চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ট্রাকের চাপায় পাতানু (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থলবন্দরের বালিয়াদিঘী ২নং গেটের কাছে ভারতীয় ও বাংলাদেশি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় চাপা পড়ে তার মৃত্যু হয়।
নিহত পাতানু বালিয়াদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে বালিয়াদিঘী ২নং গেটের কাছের রাস্তা পার হচ্ছিলেন পাতানু। এ সময় ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক স্থলবন্দরে প্রবেশের সময় বিপরীত দিকে আসা বাংলাদেশি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পাতানুর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গাজী মোয়াজ্জেম হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআর