ফরিদপুর: ফরিদপুর জজকোর্টের আইনজীবী নিউটন চৌধুরীকে (৩১) কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দেওয়া হয়েছে স্মারকলিপি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। কর্মবিরতি চলাকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সমাবেশে এ হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক নূরুল আলম মিয়া, সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, বিশ্বজিৎ গাঙ্গুলী, অনিমেষ রায়, সুচিত্রা সিকদার, জাহিদ ব্যাপারী, জসীম মৃধা প্রমুখ।
সভা শেষে আইনজীবীরা মিছিল করে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার জামিল হাসানের কার্যালয়ে গিয়ে একই দাবিতে পৃথক দু’টি স্মারকলিপি প্রদান করেন।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কোর্ট থেকে বাড়ি ফেরার পথে শহরের ঝিলটুলী এলাকার অনাথের মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন নিউটন চৌধুরী। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার (১৯ সেপ্টেম্বর) নিউটন নিজেই বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএসআর