বগুড়া: বগুড়া রেলওয়ে স্টেশন থেকে ‘স্টেশন সুপারিনটেনডেন্ট’ পদ দর্শনা স্টেশনে স্থানান্তরের প্রতিবাদে সর্বস্তরের শ্রমিক কর্মচারীর উদ্যোগে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে রেলওয়ের সর্বস্তরের কর্মচারীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
এ সময় জাতীয় রেলওয়ে শ্রমিক লীগের সভাতি বেনজীরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, জেলা কৃষক সমিতির সভাপতি মতিয়ার রহমান, শ্রমিক ইউনিয়নের নেতা আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অবস্থান ধর্মঘট কর্মসূচী থেকে তারা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য রেলওয়ে প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমবিএইচ/জেডএস