মেহেরপুর: গাঁজা বিক্রি ও সেবন করার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা এলাকার আব্দুল লতিফ (৫৫) ও একই উপজেলার মহিষাখোলা গ্রামের মানিক হোসেন (৪০)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে পৃথক অভিযান চালিয়ে উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ এলাকা থেকে ছয় গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মানিককে ও সাহারবাটি এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী আব্দুল লতিফকে আটক করে পুলিশ। পরে মানিক ও আব্দুল লতিফকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উভয়কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অপরদিকে, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) শেখ আশরাফ উপজেলার আকুবপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে মইনুল ইসলাম (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তার কাছে ২৫ পুরিয়া গাঁজা পাওয়া যায়। মইনুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার খলিশাকুন্ডি গ্রামে। পরে মইনুলকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে নিয়মিত মামলায় চালান দেওয়ার নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএটি/এসআই