ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

টানা বৃষ্টিতে বরিশালে জলাবদ্ধতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
টানা বৃষ্টিতে বরিশালে জলাবদ্ধতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: শনিবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রোববার ভোর থেকে মুষলধারে পড়তে শুরু করেছে। এতে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে দিনভর কখনও থেমে আবার কখনও টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।



দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নগরীতে সকাল থেকে দোকানপাট খুললেও বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের না হওয়ায় কর্মব্যস্ত নগরী অনেকটা ঝিমিয়ে পড়েছে। উপস্থিতি কম থাকলেও আদালত ও অফিস পাড়ায় কর্মব্যস্ত দিন পার করছেন সবাই। নগরীর নিম্নাঞ্চলসহ কিছু কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরের সড়কগুলো ভাঙা থাকায় ছোট-ছোট গর্তে পানি জমে গেছে অনেক স্থান কর্দমাক্ত অবস্থায় রয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রণব কুমার রায় বাংলানিউজকে জানান, রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশালে ৩৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, আরও দুই-একদিন এমনিভাবে বৃষ্টি থাকতে পারে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার বাংলানিউজকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের ১নং নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে, স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি মাস্টারদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় লঞ্চ চালাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।