ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে লুট হওয়া কাপড় উদ্ধার, চালকসহ গ্রেফতার ৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
রূপগঞ্জে লুট হওয়া কাপড় উদ্ধার, চালকসহ গ্রেফতার ৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান থেকে কাপড় লুটের ঘটনায় চালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া কিছু কাপড় উদ্ধার করা হয়েছে।



রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসী এলাকা থেকে ২৫ কার্টন কাপড়সহ ওই চারজনকে গ্রেফতার করা হয়।  

এর আগে, ১৭ সেপ্টেম্বর মধ্যরাতে উপজেলার কাঞ্চন টোলপ্লাজা এলাকা থেকে কাভার্ডভ্যান ভর্তি কাপড় লুটের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন-কুষ্টিয়া জেলার সিরাজুল ইসলামের ছেলে ইব্রাহিম খলিল তোতা (৪৮), ফরিদপুর জেলার সালখা থানার ভদ্রপাড়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে আব্দুল রাজ্জাক (২৮), চালক কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গরুড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে হাসান মিয়া (৩৮) ও উপজেলার রুপসী এলাকার মৃত লাল মিয়া প্রধানের ছেলে সহিদুল ইসলাম খোকন (৩৫)।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ১৭ সেপ্টেম্বর গাজিপুরের আশুলিয়ার জিরাব এলাকার এজে সুপার গার্মেন্টস থেকে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ২৫৫ কার্টন রপ্তানিমুখী কাপড় নিয়ে একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্রো ট ১১-০৭৮৪) চট্টগ্রামের বন্দরের উদ্দেশে রওনা হয়। রাত পৌনে ১টার দিকে কাভার্ডভ্যান চালক হাসান মিয়ার সহযোগিতায় একদল লুটকারী কাভার্ডভ্যানে থাকা ২৫৫ কার্টন কাপড় লুট করে নিয়ে যায়। পরে ভোরে কাভার্ডভ্যানটি রাজধানীর ডেমড়া এলাকায় ফেলে রেখে যায়।

এ ঘটনায় মর্ডান ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক বাদী হয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কাভার্ডভ্যান চালক হাসান মিয়াকে আসামিকে করে রূপগঞ্জে একটি মামলা দায়ের করেন।

এর পর রোববার দুপুরে কাভার্ডভ্যান চালক হাসান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার রুপসী এলাকা থেকে ২৫ কার্টন কাপড় উদ্ধারসহ আরো তিনজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, লুট হওয়া বাকি কাপড় উদ্ধার ও লুটকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।