ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় বাবা-মেয়ে খুন : আসামির ৭ দিনের রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
খুলনায় বাবা-মেয়ে খুন : আসামির ৭ দিনের রিমান্ড আবেদন ইলিয়াস চৌধুরী ও পারভীন সুলতানা

খুলনা: খুলনায় বাবা ইলিয়াস চৌধুরী (৭০) ও তার মেয়ে এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা (২৬) হত্যা মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি ভ্যানচালক নওয়াব আলীকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে তদন্ত কর্মকর্তা লবনচরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী বাবুল হোসেন এ আবেদন করেন।

আবেদনটি শুনানির জন্য রেখেছেন আদালত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নগরীর লবনচরা থানার হযরত বুড়ো মৌলভী দরগা এলাকায় নিজ বাড়িতে ডাকাতরা ইলিয়াস চৌধুরী ও তার মেয়ে পারভীন সুলতানাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ সেফটিক ট্যাংকির মধ্যে ঢুকিয়ে রাখে। পারভীন সুলতানা এক্সিম ব্যাংক খুলনা কালিবাড়ী শাখার ক্যাশ কর্মকর্তা ছিলেন।

এ ঘটনায় নিহত ইলিয়াস চৌধুরীর ছেলে রেজাউল আলম চৌধুরী বিপ্লব বাদী হয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে লবনচরা থানায় মামলা দায়ের করেন। মামলায় নওয়াব আলী ও আসলাম নামে দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বাংলানিউজে জানান, মামলায় বাদী অভিযোগ করেন, তারা লবনচরা থানার ৩নং দরগা সড়কে জমি কেনার পর থেকে প্রতিবেশী নওয়াব আলীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ কারণে তিনি ভাড়াটে লোক দিয়ে এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজী বাবুল হোসেন বলেন, ডাকাতি, জমি নিয়ে বিরোধ এবং পূর্ব পরিচিত ব্যক্তিদের দ্বারা ধর্ষণ চেষ্টার জের ধরেও এ ঘটনা ঘটতে পারে। এসব বিষয় মাথায় রেখেই তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।