ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বেতন-ভাতার দাবিতে বিসিসি শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বেতন-ভাতার দাবিতে বিসিসি শ্রমিকদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: দুই মাসের বকেয়া বেতন ও উৎসব ভাতা এবং বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) স্বাস্থ্য শাখার শ্রমিকরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিসিসি মেয়রের কক্ষের সামনে তারা এ বিক্ষোভ করেন।



একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়ন করা হয়। পরে বিসিসি মেয়র আহসান হাবিব কামালের আশ্বাসে তারা ওই স্থান ত্যাগ করেন।

শ্রমিকরা জানায়, তাদের মাসিক বেতন সাড়ে ৪ হাজার টাকা। কিন্তু গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। তারা কোনো উৎসব ভাতা পান না। এছাড়া তাদের মাসিক বেতনও সময়মতো পরিশোধ করা হয় না।

বরিশাল হরিজন সমিতির জেলা শাখার সভাপতি শানু লাল জানান, এ ঈদে শ্রমিকদের পূর্বের এক মাসের বেতন ও চলতি মাসের অর্ধেক বেতন দেওয়া হবে বলে মেয়র আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার বাংলানিউজকে জানান, শ্রমিকদের চলতি মাসের বেতন আগাম দেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। এছাড়া তাদের বোনাসের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করা হবে।

বাংলাদেশ সময়:  ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।