ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দু’টি সরকারি কার্যালয়ে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ফরিদপুরে দু’টি সরকারি কার্যালয়ে চুরি

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত দু’টি সরকারি কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির পর অফিস খুললে চুরির ঘটনা প্রকাশ পায়।



শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে উপজেলা সমাজসেবা ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে। চোরেরা ওই দু’টি অফিসের জানালা ও গ্রিল ভেঙে ভেতরে ঢুকে দু’টি মনিটর নিয়ে গেছে। এছাড়া সমাজসেবা কার্যালয়ের আলমারির লক ভাঙার চেষ্টা করেও সফল হতে পারেনি।
  
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এএসএম আহসান জানান, রোববার সকালে অফিসে গিয়ে এ চুরির ঘটনা জানা যায়।
   
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা বলেন,  শনিবার সকাল ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত আমি অফিসে ছিলাম। এরপর অফিস বন্ধ করে চলে যাই। দুপুর আড়াইটার দিকে এসে দেখি, আমার কার্যালয়ের জানালার গ্রিল ভেঙে কম্পিউটারের মনিটর চুরি হয়েছে।

তিনি বলেন, বেলা ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম জানান, শনিবার দুপুরের কোনো এক সময়ে ওই দু’টি অফিসের পেছনের জানালার গ্রিল ভেঙে চোর ঢুকে দু’টি মনিটর নিয়ে গেছে।
  
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, এ ব্যাপারে শনিবার যুব উন্নয়ন এবং রোববার সমাজসেবা কার্যালয় থেকে দু’টি পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।