ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

প্রশ্নপত্র ফাঁস

ইউজিসির সহকারী পরিচালকসহ আটক ৩ জন রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ইউজিসির সহকারী পরিচালকসহ আটক ৩ জন রিমান্ডে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী সরকার এ রিমান্ড মঞ্জুর করেন।


 
অপর আসামিরা হলেন- জুডিশিয়াল সার্ভিস কশিনমনের স্টোর কিপার ঈশান ইমতিয়াজ হৃদয় ও রেজাউল করিম।

মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) আহাদ আলী প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।  

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাদের আটক করে ৠাব। ১৯ সেপ্টেম্বর বিকেলে ৠাব-৪ এর এসআই আমীরুল রাজি বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলাটি দায়ের করেন।

** ইউজিসির সহকারী পরিচালকসহ আটক ৩
** ‘এবার ব্যর্থ হয়েছে চক্রটি’

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমআই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।